মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২


ডাকসুর ভোটে হঠাৎই বৃষ্টির বাগড়া, প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি

প্রকাশিত:৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাঝপথে হঠাৎই বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ভোট দিতে আসা শিক্ষার্থীদের বেশ সমস্যায় পড়তে হয়েছে। এমন বৈরী আবহাওয়ার কারণে প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ডাকসুর ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া মোটামুটি ভালোই ছিল। তীব্র রোদ না থাকলেও গরম অনুভব হচ্ছিল বেশ।

তবে ১টার কিছু সময় পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। বেশ কিছু সময়ের এ ঝুম বৃষ্টিতে লাইনে থাকা ভোটারদের পাশাপাশি বিভিন্ন হল থেকে আসা ভোটারদের বিড়ম্বনায় পড়তে হয়েছে।

অবশ্য আবহাওয়া অধিদফতর আগেই বৃষ্টির আভাস দিয়েছিল। পূর্বাভাসে বলা হয়েছিল, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ডাকসুর এবারে নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিয়ে তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবে। এ নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ জন এবং জিএস প্রার্থী ১৯ জন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৭ ভোর
যোহর ১২:৫৬ দুপুর
আছর ০৪:২৪ বিকেল
মাগরিব ০৬.১২ সন্ধ্যা
এশা ০৭:২৫ রাত

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫