মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২


এবার চাকসু নির্বাচন ৩ দিন পেছাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত:২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও পিছিয়ে দেওয়া হয়েছে। তিন দিন পিছিয়ে এ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।

আগের ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। তবে পূজার ছুটির কারণে প্রার্থীদের প্রচারণার সময় কমে যাওয়ায় ভোটগ্রহণের তারিখ তিন দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে চাকসু নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। এর আগে, দুপুর ২টায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এ প্রসঙ্গে কেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, ছুটির কারণে প্রার্থীরা মাত্র পাঁচ কার্যদিবস প্রচারণা চালাতে পারতেন। এ বিষয়ে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরাও মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে কমিশন ভোটের তারিখ পিছিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি থাকবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩১ ভোর
যোহর ১১:৫২ দুপুর
আছর ০৪:১৫ বিকেল
মাগরিব ০৫.৫৯ সন্ধ্যা
এশা ০৭:১২ রাত

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫