বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি ‘রাজনৈতিক দুষ্টচক্র’ দখল করে নিয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদ্রাসা শিক্ষায় আধুনিকতা ও ধর্ম শিক্ষার গুরুত্ব শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, সরকার মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে বাস্তবমুখী, যুগোপযোগী ও আধুনিক করতে কাজ করছে।
তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান ব্যবস্থা হলো মাদ্রাসা শিক্ষা, আর মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার প্রতি অবশ্যই প্রাধান্য দিতে হবে৷ তিনি শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার প্রতিও সমান মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ঢাকা আলিয়া মাদ্রাসার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ ও জমি দ্রুত প্রক্রিয়ায় সমাধান, শিক্ষক সংকট দূরীকরণ, অ্যাকাডেমিক ভবন নির্মাণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)