রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


১৩৮ কোটি দিয়ে কারখানা খুলতে চেয়েছিলেন সোনা পাচারে অভিযুক্ত নায়িকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১০ মার্চ ২০২৫, ১৪:৫৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগে ভারতের এক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন কন্নড় ছবির নায়িকা রান্যা রাও। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ১২ কোটি রুপি মূল্যের সোয়া ১৪ কেজি সোনা। তবে নায়িকার দাবি, তাকে ব্ল্যাকমেইল করে নাকি সোনা পাচার করানো হচ্ছিল।

যদিও বিষয়টি নিয়ে চলছে জোর তদন্ত। এবার এই মামলা ঘিরে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে ভারতের কর্ণাটক সরকার নায়িকার জন্য আলাদা করে জমি বরাদ্দ করেছিল, আর সেখানে একটা কারখানা খুলতে ১৩৮ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন রান্যা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ক্ষীরদা প্রাইভেট লিমিটেডের পরিচালক হলেন রান্যা এবং তার ভাই ঋষভ। মূলত তাদের কোম্পানি একটি স্টিল টিএমটি বার উৎপাদন ইউনিট স্থাপনের জন্য ১৩৮ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় অভিনেত্রী। ২০২৩ সালে কর্ণাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড ১২ একর শিল্প জমি বরাদ্দ করেছিল নায়িকাকে। তবে বরাদ্দকৃত জমি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট করেনি কর্ণাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড।

এদিকে ১৯৬২ সালের কাস্টমস আইনের অধীনে রান্যাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য অভিনেত্রীকে পরপ্পানা অগ্রহার কোয়ারেন্টাইন সেলে রাখা হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫