সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২


স্বস্তিকাকে বাড়িতে ডাকলেন সাবেক প্রেমিক পরমব্রত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২০ জানুয়ারী ২০২৪, ১৩:৩৩

ফাইল ছবি

ফাইল ছবি

স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে পরমব্রত চ্যাটার্জী এবং সৃজিত মুখার্জির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে কিছুদিন ধরে। তবে অভিনেত্রী আজও বেশ অন্যরকম। তিনি বরাবরই বেশ ঠোঁটকাটা! নিজের প্রসঙ্গে নানা মন্তব্য করতে তিনি ভালবাসেন।

বিশেষ করে পরমের বিয়ের পর স্বস্তিকার সঙ্গে নানা সম্পর্ক টেনে ব্যাপক সমালোচনা হয়। এবার পরমের সঙ্গে ঘনিষ্ঠতার কথা নিজেই জানালেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, আমার সঙ্গে দুজনেরই বেশ ভালো বন্ধুত্ব। পুরনো খারাপ স্মৃতি আর মনে রাখতে চাই না। আজ অবধি এমন হয়নি তার জীবনে। সবার সঙ্গে সময় কাটিয়ে ভালো কিছু মনে করতে চাই।

স্বস্তিকা বলেন, আমি অনুষ্ঠান শেষে পরমকে জড়িয়ে বললাম ভালো থাকিস! তখনই আমায় বলল যে, বাড়িতে ডাকব তোকে। আমিও হেসে বললাম, পিয়ার জন্য হলেও যাব ওর বাড়িতে। আমি পিয়াকে অনেকদিন চিনি। আর পরমব্রত কার বর হলো, সেসব দেখার প্রয়োজনীয়তা নেই।

অভিনেত্রী আরও বলেন, খারাপ মনে রাখলে আমাদের নিজেদের ক্ষতি। তাই, ভালোটাই মনে রাখার চেষ্টা করি।

উল্লেখ্য, কিছুদিন আগে পরমব্রত, সৃজিত ও স্বস্তিকার বেশ সুন্দর বন্ধুত্ব চোখে পড়ে সবার। দুজনের পোশাক ঠিক করতে দেখা যায় স্বস্তিকাকে। তারপর থেকেই শুরু হয় ট্রোলিং। যদিও পরে স্বস্তিকা নিজে সবটাই খোলসা করে দিয়েছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫