বৃহঃস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২


‘হাতের শিরা কেটে ফেলা উচিত’- শাহরুখকে দেখেই বললেন ওয়ামিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২১ মে ২০২৫, ১৭:৪৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শাহরুখ খানের সামনে হাতের শিরা কাটার কথা বলেছিলেন ভারতীয় অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। প্রথম সাক্ষাতেই এমন মন্তব্য শুনে কী করেছিলেন শাহরুখ, জানালেন অভিনেত্রী নিজেই।

অ্যাটলির পরিচালিত ছবি ‘জওয়ান’-এ অভিনয় করেছিলেন শাহরুখ। ছবিটি বক্স অফিসে আলোড়ন তুলেছিল। এই ছবির পরেই অ্যাটলি ‘বেবি জন’ ছবির প্রযোজনা করেন। ‘বেবি জন’-এর একটি অনুষ্ঠানে শাহরুখকে নিয়ে এসেছিলেন অ্যাটলি। সেই প্রথম শাহরুখকে সামনে থেকে দেখেন ওয়ামিকা।

সেই সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, ‘তার (শাহরুখ) সঙ্গে আমার প্রথম কথোপকথন খুবই অদ্ভুত ছিল। সেই দিন মাত্র ১৫ মিনিটের জন্য শাহরুখ খান এসেছিলেন। আমার সঙ্গে সেই দিন আমার ভাই হার্দিক ছিল। শাহরুখকে দেখে ছবির সেটে সবাই অভিভূত হয়ে গিয়েছিলেন। সকলেই তাকে ঘিরে দাঁড়িয়ে তার কথা শুনছিলেন।’

সে সময় শাহরুখের ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন ওয়ামিকা ও তার ভাই। অভিনেত্রী বলেছেন, ‘আমি আর ভাই নিজেদের মতো কথা বলে চলেছিলাম। তারকার সঙ্গে আমাদের কী ধরনের কথা হতে পারে, তা নিয়ে আমরা কথা বলছিলাম।’

ভাইকে ওয়ামিকা জিজ্ঞাসা করেছিলেন, ‘যদি শাহরুখ আমার সঙ্গে কথা বলতে আসেন, তাহলে আমার কী বলা উচিত?’ উত্তরে অভিনেত্রীর ভাই বলেছিলেন, ‘শাহরুখ কথা বলতে এলে হাতের শিরা কাটার কথা বলা উচিত।’

কিছুক্ষণ পরেই ওয়ামিকার দিকে কথা বলতে আসেন শাহরুখ। তখনই সেই ‘অদ্ভুত’ ঘটনা ঘটে। ওয়ামিকা বলেন, ‘বেরিয়ে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। কিন্তু আমি বলে ফেলি, ‘সত্যিই দারুণ লাগল আপনার সঙ্গে দেখা করে। কিন্তু আমার ভাই বলছিল, আমার হাতের শিরা কেটে ফেলা উচিত। কিন্তু আমি সেটা করব না।’

ওয়ামিকার এই কথা শুনে সবাই চমকে যান। শাহরুখও আর কিছু না বলে বেরিয়ে যা সেখান থেকে। প্রযোজনা সংস্থার সকলেও ওয়ামিকার কাণ্ড দেখে হতভম্ভ হয়ে গিয়েছিলেন সেদিন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫০ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬:৪০ সন্ধ্যা
এশা ০৮:০১ রাত

বৃহঃস্পতিবার ২২ মে ২০২৫