বৃহঃস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২


মারা গেলেন জনপ্রিয় ব্যান্ড গায়ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৮ মে ২০২৫, ১১:২০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী ও গিটারিস্ট রিক ডেরিঞ্জার মারা গেছেন। গত সোমবার ২৬ মে ফ্লোরিডার ওর্মন্ড বিচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গায়কের তত্ত্বাবধায়ক টনি উইলসন। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সামাজিক মাধ্যমে এক পোস্টে টনি উইলসন লিখেছেন, ‘সঙ্গীত ছিল রিকের জীবন। তার প্রতিভা দিয়ে লক্ষ শ্রোতার হৃদয় জয় করেছেন। আমরা এক প্রকৃত শিল্পীকে হারালাম।’ এদিকে রিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মার্কিন সংগীত অঙ্গনে। সহকর্মী ও শুভাকাঙ্খীরা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

মাত্র ১৭ বছর বয়সে দ্য ম্যাককয়স ব্যান্ডের মাধ্যমে ‘হ্যাং অন স্লুপি’ গানটি গেয়ে বিশ্ববাসীর নজর কাড়েন রিক। ৭০-এর দশকে একক গান ‘রক অ্যান্ড রোল, হুচি কু’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

স্টিলি ড্যান, কিস, টড রুন্ডগ্রেন, বারব্রা স্ট্রেইস্যান্ড এবং এয়ার সাপ্লাইয়ের মতো শিল্পীদের অ্যালবামে গিটার বাজিয়ে তিনি রেখেছেন অবিস্মরণীয় ছাপ। তিনি বনি টাইলারের বিখ্যাত গান ‘Total Eclipse of the Heart’-এ গিটার সোলো বাজিয়েছিলেন। ক্যারিয়ারে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন গ্র্যামি পুরস্কার।

সংগীত প্রযোজক হিসেবে ব্যাপক খ্যাতি রয়েছে রিকের। এই সংগীতশিল্পী ‘ওয়িয়ার্ড আল’ ইয়ানকোভিচের অ্যালবাম ‘Eat It’ প্রযোজনা করে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। ওই অ্যালবামে জনপ্রিয় পপ সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের বিখ্যাত গানের প্যারোডি ছিল ‘Eat It’ ও ‘Who’s Fat’। ১৯৮৫ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের ‘The Wrestling Album’ প্রযোজনা করে প্রমাণ করেন, তিনি রক জগতের বাইরেও সমান জনপ্রিয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৬ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩৫ বিকেল
মাগরিব ০৬:৪৪ সন্ধ্যা
এশা ০৮:০৬ রাত

বৃহঃস্পতিবার ২৯ মে ২০২৫