সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২


বেড়াতে গিয়ে কন্যাশিশুর নামকরণ করলেন আমির

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৭ জুলাই ২০২৫, ১৫:৩১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

এবার এক ব্যতিক্রমী কাজ করে আলোচনায় চলে এলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কোনো সিনেমা নয়, এক কন্যাশিশুর নামকরণ করেছেন তিনি; আর তা আলোচনায়!

সদ্যই মুক্তি পেয়েছে আমিরের নতুন ছবি ‘সিতারে জামিন পার’। যা প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে। এমন সফলতার মাঝে এক বিশেষ নিমন্ত্রণে হায়দেরাবাদে উড়ে যান আমির। সেখানে যেয়েই একটি শিশুর নাম রাখেন তিনি।

মূলত সেই শিশুকন্যা দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশাল ও প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার কন্যাসন্তান। গত ২২ এপ্রিল তাদের পরিবারে আগমন ঘটে এই নতুন অতিথির। সেই আনন্দেই আয়োজন হয়েছিল নামকরণ উৎসবের, যেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমির খান; এই নায়ক শিশুটির নাম রাখেন ‘মীরা’।

জ্বালা ও বিষ্ণু সামাজিক মাধ্যমে নামকরণের মুহূর্তের কিছু মধুর ছবিও ভাগ করে নেন। ছবিতে দেখা যায়, আমিরের কোলজুড়ে ঘুমিয়ে আছে ছোট্ট মীরা, আবার কোথাও দেখা যাচ্ছে স্নেহভরে তাকে আগলে রেখেছেন অভিনেতা।

ছবির সঙ্গে আবেগঘন ক্যাপশনে জ্বালা লেখেন, ‘আমাদের মীরা। এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। আমির, তোমাকে ছাড়া এই মুহূর্তটা অসম্পূর্ণ থাকত। এত সুন্দর একটা নাম দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’

সেই পোস্টে অনুরাগীরাও আমিরের দেওয়া এই নামটি পছন্দ করেছেন; প্রশংসায়ও ভাসিয়েছেন অভিনেতাকে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫১ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬:৫৪ সন্ধ্যা
এশা ০৮:১৬ রাত

সোমবার ৭ জুলাই ২০২৫