শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২


বিয়ে না করেই সন্তানের মা হতে চান শ্রুতি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১২ জুলাই ২০২৫, ১৯:২০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিয়ে না করেই মা হতে চান দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এমন ইচ্ছার কথা জানান তিনি।

শ্রুতি বলেন, ‘বিয়ের ধারণাটি আমার কাছে খুবই ভয়ের।’ যদিও আনুগত্য ও প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসী, তবে সম্পর্ককে কাগজের একটি টুকরোর মাধ্যমে আইনি স্বীকৃতি দেওয়াটা অস্বস্তিকর মনে করেন তিনি।

তবে বিয়ে নিয়ে দ্বিধা থাকলেও, মা হতে চান শ্রুতি। তিনি মনে করেন, সন্তানের যথাযথ লালন-পালনের জন্য দুই অভিভাবকের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তবে ভবিষ্যতে মাতৃত্বের স্বাদ নিতে দত্তক নেওয়ার কথাও বিবেচনা করছেন অভিনেত্রী।

দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। বলিউডে অভিনয় করলেও সাফল্য সেভাবে না পেলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার আলাদা জনপ্রিয়তা রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা রাখঢাক না রাখা এই অভিনেত্রী বলেন, ‘যখন কোনও সম্পর্কে জড়াই, তখন সর্বস্ব দেই। আর যখন সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসি, তখন অনেক দূরে চলে যাই। আমাদের সবার জীবনেই এমন প্রাক্তন থাকে। তবে আমি কোনও অনুশোচনা ছাড়াই সেই অধ্যায় থেকে বেরিয়ে আসি।’

শ্রুতি আরও বলেন, ‘অনেকেই খোঁচা মেরে জিজ্ঞাসা করে, এটা কত নম্বর প্রেমিক? অন্যদের কাছে এটা সংখ্যা হতে পারে, কিন্তু আমার কাছে এই সংখ্যা বিচ্ছেদের যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়। আমি মা-বাবাকে বা কাউকেই এই ব্যাপারে দোষ দেই না। সব ধারণা বদলে ফেলা সম্ভব নয়। তাই এগুলো এখন আর খারাপ লাগে না। তবে মানুষ হিসেবে কিছুটা কষ্ট পাই, আবার নিজেকে সামলে নিই।’

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান, ‘অনেক সময় নিজের অজান্তেই অনেককে আঘাত দিয়ে ফেলেছি। তবে যাঁরা খুব কাছের মানুষ, তাঁদের কাছে ক্ষমা চাইতে আমার কোনো সমস্যা নেই। বাকিদের জন্য কোনো আফসোস নেই।’

এর আগে রজনীকান্তের সঙ্গে 'কুলি' সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন শ্রুতি। ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। প্রেম, বিচ্ছেদ কিংবা বোল্ড ফটোশুট— সবেতেই খোলামেলা থাকতে পছন্দ করেন শ্রুতি হাসান।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৪ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৮ রাত

শনিবার ১২ জুলাই ২০২৫