সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমজ জীবন ও অতীতের কিছু গুজব নিয়ে মুখ খুলেছেন। বিজয় ভার্মার সঙ্গে দীর্ঘ দুই বছর সম্পর্কে থাকার পর তাদের বিচ্ছেদ হয়। শোনা যায়, তামান্না বিয়ে করতে চাইলেও বিজয় ছিলেন প্রস্তুত নন, আর সেখান থেকেই সম্পর্কে ফাটল ধরে।
দক্ষিণী চলচ্চিত্রে সমানভাবে সাফল্য অর্জন করা অভিনেত্রী তামান্না ভাটিয়া নানা সময়েই নানা গুজবে জড়িয়েছেন। তবে সবচেয়ে বেশি চর্চায় আসে তার নাম ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। এবার এই সমস্ত গুজব নিয়ে মুখ খুললেন তামান্না।
‘দ্য লাল্লনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলির সঙ্গে প্রেমের গুজব নিয়ে তামান্না বলেন, ‘খুব খারাপ লাগে, কারণ আমি ওঁর সঙ্গে মাত্র একদিনের জন্য দেখা করেছিলাম। তারপর আর কখনও দেখা হয়নি, না কথা হয়েছে, না সাক্ষাৎ।’
তিনি জানান, ‘২০১০ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম ও শেষবার বিরাটের সঙ্গে তার দেখা হয়েছিল, সেই সময়কার একটি ছবিই গুজবের জন্ম দেয়।’ তামান্নার ভাষায়, এরপর আর কোনোদিন ওর সঙ্গে আমার দেখা হয়নি, কথাও হয়নি। এই মন্তব্যের মাধ্যমে তামান্না পরিষ্কার জানিয়ে দেন, বিরাট কোহলির সঙ্গে তার কোনও সম্পর্কই ছিল না।
আবদুল রাজ্জাকের সঙ্গে গোপনে বিয়ের গুজব নিয়েও তামান্না মন্তব্য করেন। তিনি জানান, কয়েক বছর আগে এক গয়নার দোকানে রজ্জাকের সঙ্গে দেখা হয়েছিল। সেটির ছবি ছড়িয়ে পড়তেই ছড়িয়ে পড়ে গুজব, তামান্না নাকি গোপনে তাকে বিয়ে করেছেন!
এ প্রসঙ্গে তামান্না মজার ছলে বলেন,‘মজার ছলে বলছি—আবদুল রাজ্জাক! ইন্টারনেট একদম মজার জায়গা। ওখানেই আমি নাকি ওর সঙ্গে একটু সময়ের জন্য বিয়ে করেছিলাম!’ ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি আরও বলেন, ‘স্যার, আপনার তো দুই-তিনটে বাচ্চা আছে! আমি তো কিছুই জানি না!’
সবশেষে গুজব ও ভিত্তিহীন প্রেমের গল্প নিয়ে অভিনেত্রী বলেন, ‘এসব গুজব খুবই বিব্রতকর। যখন কোনও সম্পর্কই নেই, তখন কেউ এমনভাবে গল্প বানিয়ে দেয়—তা মেনে নেওয়াই কঠিন। প্রথমে মানিয়ে নিতে সময় লাগে। পরে বুঝি, কিছুই করার নেই। মানুষ যা খুশি তাই ভাববে।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)