বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২


হিন্দিতে কথা বলতে নারাজ কাজল, মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৭ আগষ্ট ২০২৫, ১৩:৩৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভারতজুড়ে যখন হিন্দি আগ্রাসন নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন ভাষা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী কাজল। সম্প্রতি হিন্দিতে কথা বলতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিকদের ওপর চটে যান তিনি।

জন্মসূত্রে বাঙালি এই অভিনেত্রীর এমন আচরণ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সম্প্রতি মা তনুজার সঙ্গে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন কাজল। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কেবল ইংরেজি ও মারাঠি ভাষায় কথা বলেন তিনি। তখন এক সাংবাদিক তাকে অনুরোধ করেন, যেন বক্তব্য হিন্দিতে অনুবাদ করে বলেন।

এই প্রশ্নে মেজাজ হারান কাজল। ক্ষুব্ধ সুরে বলেন, এখন আমাকে হিন্দিতে কথা বলতে হবে? যারা বোঝার, এমনিই বুঝে নেবেন।

এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওটি ভাইরাল হতেই কাজলকে নিয়ে শুরু হয় নানান সমালোচনা। অনেকেই অভিযোগ করছেন, হিন্দি সিনেমা দিয়েই তারকা খ্যাতি পাওয়া কাজল এখন হিন্দিকে অস্বীকার করছেন।

এক নেটিজেন লিখেছেন, “হিন্দি ভাষায় আপনি অভিনেত্রী হয়েছেন। না হলে কোথায় থাকতেন, কেউ জানে না। এখন মারাঠি ভাষা বলে নেতা হওয়ার চেষ্টা করছেন! অকৃতজ্ঞ!”

আরেকজন মন্তব্য করেন, “হিন্দি বলতে এতই লজ্জা যখন, বলিউডে আর কাজ করার দরকার নেই। নিজের দ্বিচারিতা বন্ধ করুন।”

তবে সমালোচনার মাঝেও কাজলের পাশে দাঁড়িয়েছেন কিছু মারাঠি অনুরাগী। তাদের মতে, নিজের মাতৃভাষায় কথা বলা অপরাধ নয়। কাজল বরং ভাষার বৈচিত্র্য ও মর্যাদা রক্ষা করছেন।

উল্লেখ্য, এর আগে দিল্লি পুলিশের এক নোটিশে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা হয়েছিল। এরপর থেকেই দেশজুড়ে ভাষা নিয়ে বিতর্ক ফের তীব্র হয়েছে। দক্ষিণের রাজ্যগুলো, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে এই ইস্যুতে ক্ষোভ দানা বাঁধছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪১ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

বৃহঃস্পতিবার ৭ আগস্ট ২০২৫