মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহিত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল শুরুর পর থেকেই ভারতের ক্রীড়াপ্রেমীদের মধ্যে এর উন্মাদনা চোখে পড়ার মতো। তবে শুধু দর্শকই নয়, মাঠের গ্যালারি কিংবা ভিআইপি বক্স, সব জায়গাতেই থাকে হিন্দি সিনেমার তারকাদের উপস্থিতি।
বলিউডের শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্তার মতো তারকারা ইতোমধ্যেই নিজেদের জন্য আইপিএল এর দল কিনে রেখেছেন। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো প্রশ্ন— শাহরুখের মতো বলিউডের আরেক সুপারস্টার সালমান খানও কি কখনও আইপিএল দলের মালিক হবেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নই করা হয় ভাইজানকে। মজার ছলেই সালমান বলেন, ‘আইপিএল টিম কেনার মতো বয়স নেই আর! বুড়ো হয়ে গেছি।’
সালমান আরও বলেন, ‘আসলে ২০০৮ সালে আমার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। তবে বিষয়টা এরকমও নয় যে আমি অনুশোচনায় ভুগছি। আমি মজাতেই রয়েছি।’
বলা যায়, অদূর ভবিষ্যতে যে তার দল কেনার কোনো পরিকল্পনা নেই, সেটাও স্পষ্ট জানিয়ে দিলেন সালমান খান।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)