মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২


যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৪ আগষ্ট ২০২৫, ১৭:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার মতে, বাংলাদেশে ক্ষমতায় যে-ই আসুক না কেন, তারা চুরি করবে। তবে তিনি চান, এমন কেউ ক্ষমতায় আসুক যারা ‘রয়ে সয়ে চুরি করবে’।

সম্প্রতি একটি গণমাধ্যমের শোতে অংশ নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

শবনম ফারিয়া বলেন, ‘আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক। চুরি করবে না-এটা আমাদের দেশে সম্ভব নয়।’

এ সময় মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘আগের চেয়ে এখন মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেশি। তবে সবাই সেই স্বাধীনতা পাচ্ছে না। যদি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে যারা ক্ষমতায় নেই, তাদেরও কথা বলার সুযোগ দিতে হবে। সবাই কথা বলবে, কিন্তু তারা পারবে না-এটা তো ন্যায়সংগত নয়।’

এ ছাড়া দেশে মব কালচার বেড়ে যাওয়ার প্রসঙ্গও তোলেন ফারিয়া। তিনি বলেন, ‘সরকারের অনেক কাজ আমি অ্যাপ্রিশিয়েট করি, আবার অনেক বিষয় করি না। তবে এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের ক্ষমতা নেই বলেই মনে হয়। যেমন-৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দেয়নি। হয়তো দিয়েছে, তবে সেটা আমাদের চোখে আসেনি।’

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩১ ভোর
যোহর ১১:৫২ দুপুর
আছর ০৪:১৫ বিকেল
মাগরিব ০৫.৫৯ সন্ধ্যা
এশা ০৭:১২ রাত

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫