বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২


১২০০ কোটির সম্পত্তি, সাইফের তুলনায় এত কম পাচ্ছেন সোহা আলী খান!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৬ আগষ্ট ২০২৫, ১৩:৫৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বলিউডের অন্য তারকাদের চেয়ে তুলনায় সাইফ ও সোহা আলী খানের পরিচয় জমকালো। ভারতের নবাব বংশের সন্তান তারা। অর্থবিত্তের দিক থেকেও এগিয়ে তারা। কেননা এক পাতৌদি হাউজ-ই ১২০০ কোটি রুপি সমপরিমাণের। তাতে ভাই সাইফ আলী খানের তুলনায় অল্প মালিকানা বোন সোহার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাতৌদি প্যালেসে দুই কামরার একটি ‘অ্যাপার্টমেন্ট’ আছে। এই অংশ আগে ‘জেনারেটর রুম’ হিসেবে ব্যবহৃত হতো। সেটি-ইনাকি সোহার ভাগে রয়েছে।

অভিনেত্রী বলেন, “আগে যেটা ‘জেনারেটর রুম’ ছিল, সেটাই আমার ভাগে। সৌভাগ্যবশত, খুব কম সময়ের জন্য সেখানে একটি হোটেল ছিল, সেই হোটেল কর্তৃপক্ষ আমাদের পাতৌদি প্যালেসের দেখভাল করতেন। আমার বাবা-মা সেই জেনারেটর রুমে থাকতে শুরু করেছিলেন তখন। আমার কিন্তু মনে হয়, এই সম্পত্তি বেশ ভালোই। এখন তো এটা আমার।”

কেন সইফের ভাগে বেশি পরিমাণ সম্পত্তি? সেই প্রশ্ন কি ভাইকে কখনও করেছেন সোহা? উত্তরে বলেন, “মাথার মুকুট বা সিংহাসন, কোনোটাই আমার জীবনে প্রাসঙ্গিক নয়। আমাকে কখনও কিছু বলে দেওয়া হয়নি। বাড়ির ছেলে আগে দুধ খাবে, আর মেয়ে খাবার পরিবেশন করবে— এমন মানসিকতা আমাদের কারও ছিল না কখনও। আমাকে এও কখনও বলা হয়নি যে, বাইরে যেও না, কালো হয়ে যাবে। অথবা মেয়ে হয়ে কী করা যাবে, কী করা যাবে না, এসব কিছুই বলা হয়নি কখনও।”

বাবা মনসুর আলী খান পাতৌদিকে নিয়ে সোহা আরও বলেন, “আমার বাবা খুব সম্ভ্রান্ত মুসলিম পরিবারের। তার ভাবনাচিন্তা বরাবর প্রগতিশীল।”

বলে রাখা ভালো, পাতৌদি হাউজের একমাত্র মালিক এখন সাইফ। এই বাড়ির একটি অংশ নতুন করে নিজের মতো করে গড়ে নিয়েছেন তিনি।

ডিএম/রিয়া

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬.০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫