সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২


এবার দীপিকাকে হটিয়ে লোভনীয় পদ দখল আলিয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটকে প্রায়শই তুলনায় আনা হয়। তবে দুজনেই সবসময় প্রকাশ করেছেন যে তাদের মধ্যে ভালো সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ বন্ধন রয়েছে। সম্প্রতি সেই বন্ধুত্বের মাঝেই একটি চমকপ্রদ ঘটনা ঘটল—দীপিকা পাডুকোনকে লিভাইসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরিয়ে আলিয়া ভাটকে নিয়োগ দেওয়া হলো।

গত ৫ সেপ্টেম্বর আমেরিকান পোশাক ব্র্যান্ড লিভাইস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আলিয়া ভাটের নাম ঘোষণা করে।

এ খবর প্রকাশের পর দীপিকা পাডুকোনের ভক্তরা হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে জানতে চেয়েছেন কেন ‘পিকু’ অভিএবার দীপিকাকে হটিয়ে লোভনীয় পদ দখল আলিয়ারনেত্রীকে এই পদ থেকে সরানো হলো। কিছু ভক্ত এমন অভিযোগও তুলেছেন যে আলিয়া ভাট দীপিকার স্থান ‘চুরি’ করেছেন।

ভক্তদের প্রতিক্রিয়া

একজন ভক্ত আলিয়াকে লিখেছেন, ‘তুমি সব সময় দীপিকার কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছো,’ আরেকজন লিখেছেন, ‘কেন সে… দীপিকা চাই, আলিয়া নয়।’ কেউ নতুন নিয়োগকে ‘সম্পূর্ণ অযথা’ বলে মন্তব্য করেছেন। ‘অভিনন্দন, কিন্তু লিভাইসের ডেনিমে দীপিকার চেহারার তুলনা নেই!’—এমন মন্তব্যও করা হয়েছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আলিয়াকে সব জায়গায় আনা হয়েছে। সে সব কিছুতেই লোভী এবং ঈর্ষাপূর্ণ। বারবার আমরা একই মুখ দেখতে ক্লান্ত। এতগুলো ব্র্যান্ডের সঙ্গে থাকলেও সে সন্তুষ্ট নয়।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩১ ভোর
যোহর ১১:৫২ দুপুর
আছর ০৪:১৫ বিকেল
মাগরিব ০৫.৫৯ সন্ধ্যা
এশা ০৭:১২ রাত

সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫