মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ছবি- সংগৃহীত
শিল্পীর প্রথম সৃষ্টিকর্ম প্রথম সন্তানের মতোই। অনুভূতি সবুজ থেকে যায় সবসময়। এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন কণ্ঠশিল্পী কিশোর দাস। নিজের প্রথম অ্যালবামের গান ‘নিখোঁজ সংবাদ’ নতুন করে করছেন তিনি।
গানটি কিশোরের প্রথম অ্যালবাম ‘নিখোঁজ সংবাদ’-এর টাইটেল ট্র্যাক। ২০০৮ সালে বাজারে আসে অ্যালবামটি। এই গানের মাধ্যমে প্রথমবার কুমার বিশ্বজিতের সুরে কণ্ঠ দেন গায়ক। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছে কিশোর।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘প্রথম যেকোনো কিছুরই আবেদন অন্যরকম। ‘নিখোঁজ সংবাদ’ আমার জীবনের ‘প্রথম’ অডিও অ্যালবামের নাম। এই গানের নামেই আমার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০৮ সালে। এই গানই কুমার বিশ্বজিৎ স্যারের সুর করা আমার জীবনের প্রথম গান। এই গানই বন্ধু রবিউল ইসলাম জীবনের লেখা আমার গাওয়া প্রথম গান।’’
আরও লেখেন, ‘‘আমার জীবনের অনেকগুলো ‘প্রথম’ এই গানের হাত ধরে। তাই প্রায় ১৭ বছর পরে গানটি আবার নতুন অ্যারেঞ্জমেন্ট করে আপনাদের সামনে আনার চেষ্টা করলাম। ধন্যবাদ বন্ধু আরাফাত সেতুকে। আমি আর সেতু, আমরা গানটিকে সাদামাটাভাবে ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমার কাছে এই গানটা অনেক নষ্টালজিক একটা ব্যপার। নতুন ভাবে করা গানটি আপনাদের ভালো লাগলেই আমাদের সবার পরিশ্রম সার্থক…!’’
গানের গানটি নিয়ে গীতিকার রবিউল ইসলাম জীবন নিজের ফেসবুকে অনুভূতি প্রকাশ করেছেন। তার কথায়, ‘‘২০০৬ সালের ডিসেম্বরে গীতিকার হিসেবে আত্মপ্রকাশের পর ২০০৮ সালের ভালোবাসা দিবসে কোনো অ্যালবামের টাইটেল হিসেবে প্রকাশ পায় আমার লেখা গান। যার শিরোনাম ‘নিখোঁজ সংবাদ’। কিংবদন্তি গায়ক-সুরকার শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ দাদার সুরে যাতে কণ্ঠ দেন কিশোর দাস। সে সময়ে এটা ছিল আমার জন্য বিরাট এক প্রাপ্তি!’’
আরও লিখেছেন, ‘মনে আছে, গানটি নিয়ে সাক্ষাতে-মোবাইলে আমার আর কিশোরের কত কত কথা, স্বপ্ন এবং প্রত্যাশা। মূলত তার চেষ্টাতেই আমার লেখাটি তখন কুমার বিশ্বজিৎ দাদার হাতে পৌঁছে এবং তার সুরে গান হয়ে ওঠে (যার জন্য কিশোরের কাছে আমি আজও কৃতজ্ঞ)।’
গানটি অ্যালবামের টাইটেল ট্র্যাক হয়ে ওঠার গল্প ভাগ করে গীতিকবি লিখেছেন, ‘‘এক সন্ধ্যায় আমি শাহবাগ মোড়ে আড্ডা দিচ্ছিলাম। তখনই কিশোরের ফোন, ‘তোর গানটাই আমার প্রথম অ্যালবামের টাইটেল’। খুশিতে আমার সেই রাতের ঘুম অর্ধেক হাওয়া!’’
গানটি কিশোরের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। সে খবর জানিয়ে জীবন লেখেন, ‘আজ আরেক সন্ধ্যায়, প্রায় দেড় যুগ আগের সেই গানটি নতুন সংগীতায়োজন এবং গায়কীতে আবার শ্রোতার সামনে নিয়ে এসেছেন কিশোর। উন্মুক্ত করেছেন ইউটিউবে নিজের চ্যানেলে। আপনিও গানটি শোনার মাধ্যমে আমাদের সেই স্মৃতি-স্বপ্নের অংশ হতে পারেন। লিংক কমেন্ট বক্সে।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)