সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২
ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজার আনন্দ আর উৎসবের মাঝেই ভক্তদের জন্য এক বিশেষ উপহার নিয়ে এলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুভ মহাসপ্তমীর এই দিনে প্রথমবারের মতো নিজের ছোট মেয়ে কাব্যার মুখ জনসমক্ষে আনলেন তিনি।
এই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় যেন ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। পূজা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলে কোয়েল মল্লিক আজ দুপুরে তার অফিশিয়াল ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, ফোলাফোলা গাল আর বিস্ময়ে ভরা চোখ নিয়ে মা কোয়েলের কোলে দাঁড়িয়ে আছে ছোট্ট কাব্যা, যেন সত্যিই এক 'রাজকুমারী'। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মহাসপ্তমী।’
প্রকাশিত প্রথম ছবিতে কোয়েলকে তার ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির দুর্গামায়ের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছোট্ট কাব্যার পরনে ছিল হলুদ ঘাগরা, যার সবুজ বর্ডারের ছোঁয়ায় উৎসবের রঙ আরও উজ্জ্বল হয়েছে।
দ্বিতীয় ছবিটি ছিল মা-মেয়ের ক্লোজআপ হাসিমুখের। আর সবচেয়ে নজরকাড়া ছিল তৃতীয় ছবিটি, যেখানে পুরো পরিবারকে এক ফ্রেমে পাওয়া যায়— কোয়েল, কাব্যা, ছেলে কবীর এবং স্বামী নিসপাল সিং। এই ছবিটি নিঃসন্দেহে একটি পারফেক্ট ফ্যামিলি পোর্ট্রেট-এর উদাহরণ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)