মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


সুইম স্যুটে উষ্ণতা ছড়ালেন পরিণীতি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৩ অক্টোবর ২০২৪, ১৪:০৭

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

বিয়ের এক বছর পার করলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবীদ রাঘব চাড্ডা। প্রথম বিবাহবার্ষিকী একান্তে কাটালেন তারকা দম্পতি। উড়ে গেলেন মালদ্বীপের সমুদ্র সৈকতে।

গত বছরের ২৪ সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় বিয়ে সারেন বলিউডের ‘ইশকজাদে গার্ল’। বিয়ের পর থেকে নানা ঝড় বয়ে গেছে দম্পতির জীবনে। অনেকদিন গুরুতর চোখের রোগে ভুগেছেন রাঘব। দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি।

সকল প্রতিকূলতা কাটিয়ে অবশেষে একে অপরের কাছে এসেছেন। সব ব্যস্ততা থেকে ছুটি নিয়ে প্রথম বিবাহবার্ষিকী পালন করতে ছুটে গেছেন মালদ্বীপে। সমুদ্র সৈকতে দুজনে হাত ধরে নিভৃতে, নিরালায় সময় কাটিয়েছেন।

নির্জন সৈকত থেকে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে পরিণীতির পরনে ছিল কালো সুইম স্যুট। স্বামীর সঙ্গে একান্তে সময় কাটান ‘হাসি তো ফাসি’ অভিনেত্রী।

বিটাউনে কোনও সম্পর্ক শুরু হলেই বাতাসে ভাসে তার গুঞ্জন। পরিণতির ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। ২০২৩ সালের মার্চ মাসে রাঘবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। একসঙ্গে অনেক জায়গায় ক্যামেরাবন্দি হন দু'জনে।

সময়ের সঙ্গে বাড়তে থাকে তাদের সম্পর্কের জল্পনা। অবশেষে ২০২৩ সালের মে মাসে বাগদান পর্ব সারেন যুগল। এরপর কয়েক মাস বাদে গাঁটছড়া বাঁধেন তারা।

বলিউডে আজকাল খুব একটা কাজ করেন না পরিণীতি। কয়েক মাস আগে তাকে‘চমকিলা’ ছবিতে দেখা গিয়েছিল। ইদানীং জমিয়ে সংসার করছেন অভিনেত্রী।

বিবাহবার্ষিকীতে পরিণীতি কয়েকটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে সেই ছবিতে দেখা যায় বালির ওপর লেখা 'হ্যাপি অ্যানিভার্সারি'। দু'জনেরই চোখ ঢেউয়ের দিকে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫