শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২


অধূমপায়ীদের মধ্যেও বাড়ছে ফুসফুসে ক্যানসার, কারণ কী

সাস্থ্য ডেস্ক

প্রকাশিত:২ আগষ্ট ২০২৫, ১০:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অধূমপায়ীদের মধ্যেও বাড়ছে ফুসফুসের ক্যানসার। এর মূল কারণ পরোক্ষ ধূমপান। ধূমপায়ীর আশপাশে থাকা মানুষের ফুসফুস ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফুসফুস ক্যানসার বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ, যা পুরুষ ও নারীদের মধ্যে সর্বোচ্চ মৃত্যুহারের জন্য দায়ী। আর এই ক্যানসারের প্রধান কারণ ধূমপান, যা প্রায় ৮৫% ক্ষেত্রে এই রোগের জন্য দায়ী।

ভারতীয় এক বিশেষজ্ঞ বলেছেন, ফুসফুস ক্যানসারে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়। এটি সবচেয়ে ভয়ংকর রোগ। প্রতি বছর এই ক্যানসারে মোট মৃত্যুর প্রায় ১৮% এর জন্য এই রোগ একাই দায়ী এবং একই সময়ে নতুন ক্যানসার রোগীর সংখ্যায় এটি ১১% যোগ করে। সরাসরি বললে, এটি সেই ক্যানসারগুলোর মধ্যে একটি যার ফলাফল সবচেয়ে খারাপ।

তিনি আরও বলেন, ফুসফুস ক্যানসারের মূল ঝুঁকির কারণ হলো ধূমপান, যা মোট ফুসফুস ক্যানসারের প্রায় ৯০% ঘটনার জন্য দায়ী। ধূমপান ফুসফুস ক্যানসারের ঝুঁকি ১০ থেকে ৩০ গুণ পর্যন্ত বাড়িয়ে তোলে। তবে ধূমপান ছেড়ে দিলে এই ঝুঁকি ২০% থেকে ৯০% পর্যন্ত কমে যায় এবং ধূমপান বন্ধ করার পাঁচ বছরের মধ্যেই তার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।

বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, যদি কোনো নারী ধূমপায়ী ব্যক্তির সঙ্গী হন, তবে তার মধ্যে ফুসফুস ক্যানসারের ঝুঁকি প্রায় ২৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

ধূমপায়ী ও অধূমপায়ীদের মধ্যে যে ফুসফুস ক্যানসার দেখা যায়, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। অধূমপায়ীদের মধ্যে যে ফুসফুস ক্যানসার দেখা যায়, সেটি সাধারণত একটি নির্দিষ্ট জিনের দ্বারা চালিত হয়, যাকে ড্রাইভার মিউটেশন বলা হয় এবং এই কারণে একে অঙ্কো-জিন অ্যাডিকটেড ফুসফুস ক্যানসার বলা হয়। এই অঙ্কো-জিন নির্ভরতা একটি সুযোগ তৈরি করে রোগটিকে লক্ষ্যভিত্তিক ওষুধ বা মুখে খাওয়ার ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা করার, প্রাথমিক পর্যায়ে হোক বা অ্যাডভান্সড পর্যায়ে।

 

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৭ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৪ রাত

শনিবার ২ আগস্ট ২০২৫