রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


দাবানল নেভাতে কয়েদি: যুক্তরাষ্ট্রকে ভণ্ড বলল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৩ জানুয়ারী ২০২৫, ১৫:৩০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নজিরবিহীন দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। কোনো ভাবেই এ আগুন নিয়ন্ত্রণ করতে পারছেন না মার্কিন দমকল কর্মীরা।
শেষ পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সঙ্গে হাত মিলাতে ৩৯৫ জন কয়েদিকে নিযুক্ত করেছে দেশটির প্রশাসন। আর এ ঘটনাকেই যুক্তরাষ্ট্রে ভণ্ডামি বলছে রাশিয়া।
এ ব্যপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মানবতার 'ধ্বজাধারী' যুক্তরাষ্ট্রে আসল চেহারা আজ উন্মোচিত হয়েছে। তারা সব সময় বলে আসছে, চীন জোর করে ইচ্ছার বিরুদ্ধে আটক ব্যক্তিদের দিয়ে কাজ করায়। কিন্তু যুক্তরাষ্ট্র এখন কারাগারের কয়েদিদের দাবানলের আগুন নেভানোর কাজে লাগিয়েছে।এখন তাদের মানবতা কোথায় পালিয়েছে?
নিউ্য়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ছোটখাট মামলায় আটক কয়েদিদের দিয়ে এই আগুন নেভানোর কাজ করানো হচ্ছে। খবর তাসের।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে দাবানলটি লস অ্যাঞ্জেলেসজুড়ে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়তে থাকে। এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে যুক্তরাষ্ট্রের দাবি, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের (সিডিসিআর) নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাসেবী কর্মসূচির অংশ হিসেবে এসব বন্দিকে সেখানে মোতায়েন করা হয়েছে।
ভয়াবহ এ আগুনে ধ্বংস হয়েছে ১০ হাজারের বেশি অবকাঠামো। পুড়ে গেছে ৩৭ হাজার একর এলাকা। রাষ্ট্র পরিচালিত ৩৫টি ফায়ার ক্যাম্প রয়েছে যুক্তরাষ্ট্রে, যেখানে কারাবন্দিদের দমকলকর্মী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে দুটি ক্যাম্প শুধু নারীদের জন্য।
এসব ক্যাম্পে ‘বন্দি-দমকলকর্মীর’ সংখ্যা এক হাজার ৮৭০ জন। ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে যুক্ত হওয়া বন্দিরা মূলত এসব ক্যাম্প থেকেই আসা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৭ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৪ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫