সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর মধ্যে গাজা উপত্যকার উত্তরে একটি স্কুল ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
আল জাজিরা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, ইসরাইলি বিমানবাহিনী জাবালিয়ার একটি বালিকা বিদ্যালয়ে ধারাবাহিক বোমা হামলা চালায়। এ বিদ্যালয়টি গাজার উত্তরাংশে অবস্থিত।
বোমা হামলার সময় স্কুল ভবনটিতে অবস্থানরত অন্তত ১৫ জন শরণার্থী নিহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
এদিকে সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিগত কিছু দিনের পুরনো হামলায় নিহত আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রামে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে ইসরাইল গাজায় এখন পর্যন্ত ৫২,৮৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১,১৯,৬৪৮ জনকে আহত করেছে।
এছাড়া গত ১৮ মার্চ ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত ২,৭৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৭,৬০৭ জন আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)