সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২


ইরানকে সহায়তার জন্য প্রস্তুত তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৭ জুন ২০২৫, ০১:৩৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবারের (১৬ জুন) এ ফোনালাপে ইসরাইল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, টেলিফোনে এরদোগান বলেছেন, তুরস্ক সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসার জন্য সহায়তাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ
তিনি বলেন, চলমান সংঘাতের মধ্যে তিনি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে যোগাযোগ করছেন।

ফোনালাপে এরদোগান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ওপর আঙ্কারা যে গুরুত্ব দেয় তার ওপরও জোর দিয়েছেন।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।

জবাবে তেলআবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতশত মানুষ আহত হয়েছে।

অন্যদিকে ইরানের পক্ষ বলেছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫