শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২


উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াব না, কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৮ জুন ২০২৫, ১৬:০৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, পিয়াংইয়াংয়ের নেতা কিম জং উনের সঙ্গে তার 'ভালো সম্পর্ক ছিল'।

শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

ট্রাম্প বলেন, 'আচ্ছা, যদি কোনো সংঘাত হয়, আমি তার (উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের) সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নেব এবং আমরা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের সমাধান করব। কিম জং উনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল।'

তিনি আরও বলেন, 'আমরা দেখব কী হয়। কিন্তু কেউ বলছে যে, একটি সম্ভাব্য সংঘাত আসছে, আমি মনে করি আমরা এটি সমাধান করব। যদি (একটি সংঘাত) হয়, তবে তাতে আমরা জড়িত হবে না।'

এদিকে, সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনের গাজা ইস্যুতে বলেন, আমার মনে হয় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এটার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে মাত্রই কথা হলো। আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি পেতে যাচ্ছি বলে আমরা মনে করছি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৭ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬:৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৭ রাত

শনিবার ২৮ জুন ২০২৫