মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
ছবি সংগৃহীত
রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে স্তারোভোয়িতকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (৭ জুলাই) রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি গাড়ির ভেতর তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওদিন্তোসোভো এলাকায় ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। রাশিয়ার তদন্ত কর্মকর্তা বলছেন, সাবেক মন্ত্রী আত্মহত্যা করেছেন।
৫৩ বছর বয়সী রোমান স্তারোভোয়িত ২০২৪ সালের মে মাস থেকে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। রাশিয়ার এই অঞ্চলের বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছিল ইউক্রেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও বার্তাসংস্থাগুলো জানিয়েছে, রোমান স্তারোভোয়িত নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কখন তিনি আত্মহত্যা করেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে ক্রেমলিন থেকে পুতিনের সই করা একটি আদেশ জারি করা হয়। তাতে জানানো হয় যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে পরিবহনমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়েছেন। সংক্ষিপ্ত ঘোষণায় বলা হয়, “রোমান স্তারোভোয়িতকে পরিবহনমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।”
রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ভ্রমণ বিশৃঙ্খলার প্রেক্ষাপটেই তাকে বরখাস্ত করা হয়। তবে তার বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে দুর্নীতির অভিযোগ এবং সীমান্ত এলাকায় প্রতিরক্ষাব্যবস্থা গড়তে বরাদ্দ অর্থ আত্মসাতের সম্ভাব্য মামলার বিষয়েও গুঞ্জন রয়েছে।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)