সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২


অবশেষে ১৫% শুল্ক ইইউ পণ্যে, ‘এযাবৎকালের সবচেয়ে বড় চুক্তি’— বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৮ জুলাই ২০২৫, ১১:১২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নিবিড় আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইইউর সব রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ পণ্যের ওপর ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। চলতি বছরের ১২ জুলাই তিনি ৩০ শতাংশ এবং তারও আগে ২ এপ্রিল ২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। সেই তুলনায় নতুন চুক্তির শুল্ক হার তুলনামূলকভাবে কম।

রোববার (২৭ জুলাই) স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি একে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করেন। পাশাপাশি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যে কোনো শুল্ক আরোপ করা হবে না।

ট্রাম্প বলেন, এই চুক্তি দুই পক্ষের জন্যই লাভজনক ও সন্তোষজনক।

বৈঠকে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন ডার লিয়েনও চুক্তিকে ‘বিশাল’ আখ্যা দিয়ে বলেন, “এটি স্থিতিশীলতা বয়ে আনবে। আটলান্টিকের দুই পারের ব্যবসার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।”

চুক্তির আওতায় ইইউ যুক্তরাষ্ট্রে শত শত কোটি ডলারের বিনিয়োগ ও জ্বালানি ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই চুক্তি কার্যকর হবে আগামী শুক্রবার থেকে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৪ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬.৪৭ সন্ধ্যা
এশা ০৮:৭ রাত

সোমবার ২৮ জুলাই ২০২৫