রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
ইউক্রেনে চলমান যুদ্ধে মাত্র একদিনে দেশটির ১ হাজার ২৫০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার মস্কো থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ইউক্রেনের বিভিন্ন যুদ্ধাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাশিয়ান বাহিনী গত ২৪ ঘণ্টায় একযোগে অভিযান চালিয়ে ইউক্রেনীয় বাহিনীকে গুরুতর ক্ষয়ক্ষতির মুখে ফেলে।
মন্ত্রণালয় জানায়, সুমি অঞ্চলের ‘নর্থ’ যুদ্ধক্ষেত্রে ১৮৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলের ‘ওয়েস্ট’ এলাকায় নিহত হয়েছে ২২০ জন। দোনেৎস্কের অন্যান্য অংশজুড়ে ‘সাউথ’ এলাকায় নিহত হয়েছে আরও ১৮৫ জন। এছাড়া ‘সেন্টার’ এলাকায় ৩৭৫ জন এবং ‘ইস্ট’ এলাকায় ২০০ জনের বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে জানানো হয়। ইউক্রেনের ‘দনিপ্র’ ফ্রন্টেও আরও ৮৫ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানে ইউক্রেনের একাধিক ট্যাংক, সাঁজোয়া যান, কামান, রাডার ও যোগাযোগ স্টেশন, গোলাবারুদ গুদাম এবং মার্কিন ও ইসরাইলি প্রযুক্তিসম্পন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
রুশ মন্ত্রণালয়ের ভাষ্যমতে, খারকিভের ভোভচানস্ক, দেরগাচি ও আমবারনোয়ের মতো এলাকাগুলোতে রাশিয়ান বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ইউক্রেনের ১৫টির বেশি সামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে রাশিয়ার এসব দাবির সত্যতা ইউক্রেন বা কোনো স্বাধীন আন্তর্জাতিক উৎস থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনীও পাল্টা হামলা চালিয়ে রুশ বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও কামান হামলার কথা জানিয়েছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অতিরিক্ত ক্ষয়ক্ষতির অভিযোগ করলেও নিরপেক্ষভাবে তা যাচাই করা যাচ্ছে না।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। দুই বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে উভয় পক্ষেরই ব্যাপক প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)