বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২


গাজা দখলের সম্ভাব্য ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৬ আগষ্ট ২০২৫, ১৪:২৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গাজা দখলে ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনা এবং সেখানে অভিযানের সম্প্রসারণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৫ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জেনকা বলেন, 'ইসরায়েলি পরিকল্পনার বিষয়টি যদি সত্য হয়, তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।' তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমন পদক্ষেপ গাজায় এখনো আটক থাকা জিম্মিদের জীবন আরও বিপদের মুখে ফেলবে।

তিনি বলেন, 'এই অভিযানের সম্প্রসারণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হতে পারে। গাজাকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবেই বিবেচনা করতে হবে।'

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় দীর্ঘদিন চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন কৌশল নির্ধারণে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহু পুরো গাজা দখলের পক্ষে অবস্থান নিয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে।

জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি গেং শুয়াংও এ সম্ভাব্য পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, 'আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাই, যেন তারা সম্ভাব্য সব বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকে।'

তিনি আরও বলেন, 'গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে।'

অন্যদিকে, জাতিসংঘের বৈঠকের আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেন, 'যারা কথিত ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে, তারাই মূলত যুদ্ধ দীর্ঘায়িত এবং জিম্মিমুক্তির সম্ভাব্য সমঝোতা ব্যাহত করার জন্য দায়ী।'

প্রসঙ্গত, শিল্পোন্নত সাত দেশের সংগঠন গ্রুপ অব সেভেন (জি৭)-এর সদস্য ফ্রান্স, কানাডা ও ব্রিটেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

বুধবার ৬ আগস্ট ২০২৫