মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২


পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১২ আগষ্ট ২০২৫, ২০:০৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দেশটির সামরিক বাহিনীর অন্তত ৯ সৈন্য নিহত হয়েছেন। কয়েক ডজন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে ওই সৈন্যদের হত্যা করেছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। বিএলএর বিরুদ্ধে মার্কিন এই পদক্ষেপের দিনেই বেলুচিস্তানে হামলা হয়েছে। সম্প্রতি দেশটিতে একাধিক প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে এই গোষ্ঠীটি।

বেলুচিস্তানের ওয়াশুক জেলার জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা বলেছেন, সোমবার ওয়াশুক জেলার একটি থানায় ও সীমান্তরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছেন কয়েক ডজন জঙ্গি।

এএফপিকে তিনি বলেন, হামলার খবর পেয়ে সৈন্যরা ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা শুরু করার পর বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হন। এ সময় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে অন্তত ৯ সৈন্য নিহত হয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা।

প্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মোট ৪০ থেকে ৫০ জন বিচ্ছিন্নতাবাদী মোটরসাইকেলে করে এসে সরকারি ভবনে হামলা চালান। হামলায় ৯ সৈন্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

বেলুচিস্তানের সরকারি কর্মকর্তারা বলেছেন, হামলায় আরও ছয় সৈন্য আহত হয়েছেন। স্বরাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, বিচ্ছিন্নতাবাদীরা ওয়াশুক জেলার বাসিমা শহরে ফ্রন্টিয়ার কর্পসের ঘাঁটিতে হাতবোমা নিক্ষেপ করেছেন। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের ব্যাপক অস্থিতিশীল ওই অঞ্চলে স্থানীয় স্বাধীনতাকামী বিএলএ গোষ্ঠী সক্রিয় রয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্র বিএলএকে তুলনামূলক কম কঠোর ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ তালিকায় যুক্ত করেছিল। এই তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্য আর্থিক সম্পদ বাজেয়াপ্ত করা। কিন্তু সোমবারের নিষেধাজ্ঞা সেই পদক্ষেপকে আরও কঠোর করে তুলেছে।

বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছেন বিচ্ছিন্নতাবাদীরা। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে লড়াই করছেন তারা। এই প্রদেশে সোনা ও তামার খনি ছাড়াও কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর রয়েছে। দেশটির এই বন্দরে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।

সূত্র: এএফপি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১২ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪০ বিকেল
মাগরিব ০৬.৩৮ সন্ধ্যা
এশা ০৭:৫৫ রাত

মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫