বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।
ভারতের সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে।
আরও পড়ুন: ভারতের স্বাধীনতা দিবসকে ঘিরে সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’
তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না, হামলাকারীরা পাকিস্তান সেনাদের সহায়তা পায়।
ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি। গত এপ্রিলে পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারত।
জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মীর সীমান্তে এটিই প্রথম কোনও উত্তেজনার ঘটনা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)