মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২


শান্তি আলোচনা ব্যাহত করতে ক্রিমিয়া সেতু উড়িয়ে দেওয়ার চেষ্টা ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১৮:১১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব চলমান শান্তি আলোচনা ব্যাহত করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া অঞ্চলকে সংযোগকারী সেতুতে ফের হামলার চেষ্টা করেছে কিয়েভ। তবে ইউক্রেনের এই হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া।

সোমবার (১৮ আগস্ট) ক্রিমিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত রোডিয়ন মিরোশনিক টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে এই দাবি করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘চলমান আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানের অনুসন্ধান ব্যাহত করার জন্য একটি উস্কানিমূলক সন্ত্রাসী হামলা চালানোর নতুন প্রচেষ্টা চালিয়েছে ইউক্রেন এবং তার মিত্ররা।’

এদিকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, তাদের কর্মকর্তারা ক্রিমিয়ান সেতুতে ইউক্রেনীয় বিশেষ পরিষেবাগুলো পরিকল্পিত সন্ত্রাসী হামলার একটি প্রচেষ্টা প্রতিহত করেছে।

এফএসবি-এর দাবি, ব্রিজের ওপর শক্তিশালী ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসসহ একটি ‘শেভ্রোলেট ভোল্ট’ গাড়ি মেতায়েন করেছিল ইউক্রেন। তবে এফএসবি কর্মকর্তারা গাড়িটি শণাক্ত করে এবং বিস্ফোরণের আগেই বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর ২০১৮ সালে সেতুটির উদ্বোধন করেন পুতিন। কার্চ প্রণালীর ওপর দাঁড়িয়ে থাকা ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। সাগরের ওপর দীর্ঘ সড়ক ও রেল সেতুটিকে রাশিয়ার অবকাঠামোগত শক্তি হিসেবে দেখা হয়।

২০২২ সালে ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কয়েক বার হামলার শিকার হয়েছে সেতুটি। এর মধ্যে গত ২০২২ সালের অক্টোবরে এক বিস্ফোরণে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল সেতুতে।

সূত্র: তাস

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৪ দুপুর
আছর ০৪:১৯ বিকেল
মাগরিব ০৬.০৫ সন্ধ্যা
এশা ০৭:১৮ রাত

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫