মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২


ব্রিটেনে উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ১৭:০৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের বৃহত্তম ও দ্বিতীয় জনবহুল দ্বীপ আইল অব ওয়াইটে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সোমবার দ্বীপের সমুদ্রতীরবর্তী একটি রিসোর্ট শহরের মাঠে ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া উড়োজাহাজে কতজন যাত্রী কিংবা ক্রু ছিলেন সেই বিষয়েও কর্তৃপক্ষ কোনও তথ্য প্রকাশ করেনি।

দেশটির বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে একটি উড়োজাহাজ ভেন্টনরের কাছের একটি মাঠে বিধ্বস্ত হয়েছে।

উড়োজাহাজ বিধ্বস্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের পুলিশ।

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিকসহ জরুরি চিকিৎসা সহায়তা দল ঘটনাস্থলে মোতয়েন করেছে।

তবে উড়োজাহাজে ঠিক কতজন যাত্রী ছিলেন কিং বা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে অতিরিক্ত কোনও তথ্য প্রকাশ করেনি। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি গাড়ি চালিয়ে শাঙ্কলিনের দিকে যাওয়ার সময় উড়োজাহাজটিকে আকাশে চক্কর দিতে দেখেন। পরে সেটি আড়ালে চলে যায় এবং একটি ঝোপে আছড়ে পড়ে।

ডিএস /সীমা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩১ ভোর
যোহর ১১:৫২ দুপুর
আছর ০৪:১৫ বিকেল
মাগরিব ০৫.৫৯ সন্ধ্যা
এশা ০৭:১২ রাত

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫