সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


আবারও ইসরায়েলি হামলার ব্যাপারে সুর পাল্টালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২০ এপ্রিল ২০২৪, ১৫:০৪

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এবার ইরানে ড্রোন হামলা হওয়ার কথাও অস্বীকার করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। শুক্রবার (১৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে তিনি বলেছেন, বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় এখনও ইসরায়েলের যোগসূত্র থাকার বিষয়টি প্রমাণিত হয়নি। এ বিষয়ে ইরান তদন্ত করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওইদিনের ড্রোন হামলার সময় ড্রোনগুলো ইরানের অভ্যন্তর থেকে উড্ডয়ন করা হয়েছিল। গুলি করে ভূপাতিত করার আগে সেগুলো মাত্র কয়েকশ মিটার উড়েছিল।

এ বিষয়ে আমিরাবদোল্লাহিয়ান বলেছিলেন, ‘ড্রোনের চেয়ে এগুলোকে বরং আমাদের শিশুদের খেলনার মতো ছিল বলা যায়।’

এই হামলার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে ইসরায়েল জড়িত এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। তবে কোথায় আঘাত হানা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য তারা দেননি। আবার ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা-ও জানাননি। কিন্তু ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করা হয়েছে।

পরে শুক্রবার ভোররাতে মধ্য ইরানের ইস্পাহানে তিনটি ড্রোন হামলার খবর জানিয়েছিল ইরানি মিডিয়া এবং কর্মকর্তারা। এসময় সেখানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা জনমনে ইসরায়েলি হামলার ভয় ঢুকিয়ে দিয়েছিল। তবে এই ঘটনাটিকে ইসরায়েলের পরিবর্তে ‘অনুপ্রবেশকারীদের’ হামলা হিসেবে উল্লেখ করেছে ইরানি কর্তৃপক্ষ।

হামলার ব্যাপারে আমিরাবদুল্লাহিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইরানের ওপর প্রতিশোধ নেয় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে তেহরানও বসে থাকবে না। তাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের।

এসময় তিনি আরও বলেন, ‘এমনটি যদি না হয় তবে আমাদেরও কাজ শেষ। আমরা উপসংহারে টানছি।’

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫