সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২


বিশ্ব গণমাধ্যমে আন্দোলনের খবর ‘বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৩ আগষ্ট ২০২৪, ১১:৪০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে বিশ্ব গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার করা হয়েছে। আজ শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘গণ বিক্ষোভ’ কর্মসূচি পালিত হয়েছে। এতে সারাদেশেই সাধারণ মানুষকে রাজপথে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের খবরের শিরোনামে লিখেছে, ‘এক সপ্তাহের প্রাণনাশক ধরপাকড়ের পর আন্দোলনকারীরা ফের কাঁপাল বাংলাদেশ।’ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিতে কোটার সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনের পর প্রাণনাশক ধরপাকড়ের পর বাংলাদেশে নতুন বিক্ষোভ শুরু করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, ‘খুনী সরকার। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়েছে।’

ভারতীয় আরেক সংবাদমাধ্যম শিরোনাম করেছে, ‘দুইজন নিহত, ১০০ জন আহত, হাসিনার পদত্যাগ চেয়ে বাংলাদেশে আন্দোলন বেগবান হয়েছে।’

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ তাদের শিরোনামে লিখেছে, ‘সরকারের পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও ফিরেছে আন্দোলন ও সহিংসতা।’

ভারতের টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে, ‘বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীরা বলছে রক্তক্ষয়ী জুলাই আমাদের জন্য শেষ হয়নি, হাসিনার পদত্যাগ চায় তারা।’

দেশটির সবচেয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্দোলন তীব্র করেছে।’

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ছাত্রদের উদ্ধৃতি দিয়ে শিরোনাম করেছে, ‘খুনী সরকারের কাছে বিচার চাইতে পারি না। হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশে আবারও শুরু আন্দোলন।’

এমটিআই

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৪ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৯ - ৩:৫০ দুপুর
আছর ৪:০০ - ৫:৩১ বিকেল
মাগরিব ৫:৩৬ - ৬:৫০ সন্ধ্যা
এশা ৬:৫৫ - ৫:১৯ রাত

সোমবার ১৯ জানুয়ারী ২০২৬