বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২


বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যু মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আদালত প্রতিবেদক

প্রকাশিত:২১ আগষ্ট ২০২৫, ১৬:০৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে না পারায় আদালত আগামী ২৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই নতুন তারিখ নির্ধারণ করেন বলে রামপুরা থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে।

এর আগে, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইয়াসিন শিকদার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু নিহত ফারদিনের পরিবারের পক্ষ থেকে নারাজি দেওয়া হলে আদালত ১৬ এপ্রিল মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

২০২২ সালের ৫ নভেম্বর নিখোঁজ হন ফারদিন নূর পরশ। তার বাবা কাজী নূর উদ্দিন রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ৮ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার দেউলপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

ঘটনার পরদিন ফারদিনের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা করে মরদেহ গুমের অভিযোগ এনে রামপুরা থানায় মামলা করেন। মামলার এক পর্যায়ে ২০২২ সালের ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বুশরাকে। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে চলতি বছরের ৮ জানুয়ারি বুশরার জামিন মঞ্জুর করেন ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার।

মামলাটির অধিকতর তদন্ত নিয়ে একাধিকবার সময় নেয়া হলেও এখনো কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি সংশ্লিষ্ট সংস্থা। ফলে ফারদিনের পরিবারসহ সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৭ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৩৬ বিকেল
মাগরিব ০৬.৩০ সন্ধ্যা
এশা ০৭:৪৬ রাত

বৃহঃস্পতিবার ২১ আগস্ট ২০২৫