বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২


জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আদালত প্রতিবেদক

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ১০:১২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত ‘জুলাই গণহত্যা’ মামলায় আজ সোমবার (২৫ আগস্ট) অষ্টম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে।

এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের আরেক শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদের। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ চারজন নতুন সাক্ষী তাদের জবানবন্দি দেবেন।

এর আগে, গতকাল (২৪ আগস্ট) সপ্তম দিনে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। তারা হলেন— রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম, অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন এবং কুষ্টিয়ার সাংবাদিক শরিফুল ইসলাম। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ এবং আবদুস সাত্তার পালোয়ান।

এখন পর্যন্ত মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আছেন নিহতদের পরিবার, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা।

গত ২০ আগস্ট, ষষ্ঠ দিনে চারজন চিকিৎসাসেবী ও একজন শহীদের মা সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন— নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, নার্স শাহনাজ পারভীন, ইবনে সিনার ডা. হাসানুল বান্না এবং শহীদ জুনায়েদের মা সোনিয়া জামাল।

এর আগে, ১৮ আগস্ট শহীদ আস-সাবুরের বাবা, শহীদ তাইমের ভাই এবং রাজশাহীর একজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন।

১৭ আগস্ট ছিলেন একটি ভিন্ন চিত্র— সাধারণ মানুষ, সবজি বিক্রেতা, শিক্ষার্থী এবং শহীদ সজলের মা তাদের অভিজ্ঞতা জানান ট্রাইব্যুনালে।

প্রথম দিকে যারা সাক্ষ্য দেন, তাদের মধ্যে রয়েছেন— আহত আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণ, চোখ হারানো পারভীন, পঙ্গু শিক্ষার্থী ইমরান এবং সাংবাদিক একেএম মঈনুল হক।

সাক্ষ্যদানে প্রত্যেকেই ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সময় পুলিশের ভূমিকা এবং সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার প্রসঙ্গ তোলেন। তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

উল্লেখ্য, মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও অভিযুক্ত ছিলেন। তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতের সঙ্গে সহযোগিতা করছেন।

ডিএস /সীমা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৪ দুপুর
আছর ০৪:১৮ বিকেল
মাগরিব ০৬.০৪ সন্ধ্যা
এশা ০৭:১৭ রাত

বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫