বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২


লিভার ড্যামেজের যে ৪ লক্ষণ অবহেলা করবেন না

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:১ ডিসেম্বর ২০২৫, ১৬:১১

ফাইল ছবি

ফাইল ছবি

লিভারে সমস্যা হলে শরীরে তার লক্ষণ ফুটে ওঠে। ত্বকের বিভিন্ন লক্ষণ প্রকাশ আসলে বিভিন্ন ধরনের এবং অন্তর্নিহিত প্যাথলজির জন্য সতর্কতা সংকেত হিসেবে কাজ করে। শুরুতেই শনাক্ত করা গেলে প্রাথমিকভাবে রোগ নির্ণয় এবং সময়মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। লিভারের রোগের সঙ্গে সম্পর্কিত ত্বকের পরিবর্তন খেয়াল করলেই বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এমন ৪টি লক্ষণ সম্পর্কে-

জন্ডিস (ত্বক এবং চোখ হলুদ হওয়া)

কারও লিভারের রোগের সবচেয়ে স্বীকৃত লক্ষণের মধ্যে একটি হলো জন্ডিসের সূত্রপাতএটি এমন অবস্থা যেখানে ত্বক এবং চোখের সাদা অংশ উভয়ই হলুদ হয়ে যায়লিভার বিলিরুবিনকে কার্যকরভাবে প্রক্রিয়া করতে পারে না, যা লোহিত রক্তকণিকার ভাঙনতখন বিলিরুবিন শরীরে জমা হয় এবং টিস্যুগুলোকে হলুদ করে ফেলে। জন্ডিস হালকা থেকে বেশ গুরুতর পর্যন্ত হতে পারে। তাই এ ধরনের লক্ষণ ফুটে উঠলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

স্পাইডার অ্যাঞ্জিওমাস এবং পালমার এরিথেমা

দীর্ঘস্থায়ী লিভার রোগের ফলে ত্বকে অস্বাভাবিক রক্তনালী পরিবর্তন দেখা যেতে পারে। স্পাইডার অ্যাঞ্জিওমাস হলো ছোট, লাল মাকড়সার মতো রক্তনালী যা মুখ, ঘাড় এবং বুকে দেখা যেতে পারে। পালমার এরিথেমা হলো আরেকটি সম্পর্কিত অবস্থা যার সঙ্গে হাতের তালু লাল হয়ে যাওয়া এবং উষ্ণতা দেখা দেয়। উভয়ই হরমোনের ভারসাম্যহীনতা এবং লিভারের কর্মহীরের রোগের সঙ্গে সম্পর্কিত একটি বিরক্তিকর লক্ষণ। এটি রক্তে পিত্ত লবণ জমা হওয়ার ফলে ঘটে কারণ লিভার স্বাভাবিকভাবে পিত্ত নিঃসরণ করতে পারে না। ত্বকে জমা পিত্ত লবণ প্রদাহ সৃষ্টি করে যে কারণে চুলকানির সৃষ্টি হয়। চুলকানি তীব্র এবং অবিরাম হতে পারে এবং এর ফলে জীবনের মান প্রভাবিত হয়। এ ধরনের সমস্যা দেখা দিলে তাই চিকিৎসার ব্যবস্থা করতে হবে

হাইপার-পিগমেন্টেশন এবং নখের পরিবর্তন

লিভারের রোগে ত্বকের বিভিন্ন রঞ্জক পরিবর্তনও দেখা দেয়যার ফলে ত্বকে কালো দাগ দেখা দিতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা এবং দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে এটি ঘটে বলে মনে করা হয়। নখের বৈশিষ্ট্যগত পরিবর্তন হতে পারে, যেমন টেরির নখ (সাদা নখ যার ডগায় গোলাপী রঙের সরু ব্যান্ড থাকে) অথবা মুয়ের্কের লাইন (নখ জুড়ে সাদা ব্যান্ড), উভয়ই লিভারের কার্যকারিনতার ফলে রক্ত ​​প্রবাহ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।

ত্বকে চুলকানি (প্রুরিটাস)

প্রুরিটাস বা ফুসকুড়ি ছাড়া চুলকানি লিভাতা এবং প্রোটিন বিপাক ব্যাহত করে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৭ - ৩:৪৬ দুপুর
আছর ৩:৫৬ - ৫:২৭ বিকেল
মাগরিব ৫:৩২ - ৬:৪৭ সন্ধ্যা
এশা ৬:৫২ - ৫:১৮ রাত

বুধবার ১৪ জানুয়ারী ২০২৬