শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২


দুই শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে হামলা, জাতীয় প্রেসক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২১

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেনের পাঠানো বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

এতে তারা এই হামলাকে বাক স্বাধীনতার উপর হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এটি জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। একই সঙ্গে তারা বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে নাজেহালেও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আরও বলা হয়, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, মত প্রকাশ ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনা। কিন্তু গণমাধ্যমের উপর এ হামলা সেই চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। গণতন্ত্রকে শক্তিশালীকরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। তাই গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া দলমত নির্বিশেষে সবার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

শনিবার ২০ ডিসেম্বর ২০২৫