সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২


দক্ষিণ এশিয়ার বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ নভেম্বর ২০২৪, ১৩:৫২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব দূতদের এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার বার্তা দিয়েছেন।

দক্ষিণ এশিয়ায় নিযুক্ত বাংলাদেশি দূতদের সঙ্গে মঙ্গলবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র সচিবের ভার্চুয়ালি বৈঠকের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার বর্তমান অবস্থা সম্পর্ক দূতদের কাছে জানতে চান। তিনি কনস্যুলার পরিষেবা এবং মিশনের প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা করেন।

জসীম উদ্দিন দ্বিপাক্ষিক পর্যায়ে কূটনৈতিক সম্পৃক্ততা, আঞ্চলিক সহযোগিতা, এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের করণীয় নিয়ে আলাপ করেছেন। মিশন প্রধানরা তাদের প্রচেষ্টা ও উদ্যোগের আপডেট পররাষ্ট্র সচিবের সঙ্গে ভাগাভাগি করেন।

বৈঠকে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম, মহাপরিচালক (প্রশাসন) নাজমুল হক এবং মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

প্রথম ও দ্বিতীয় দফায় পররাষ্ট্র সচিব গত ১৩ ও ১৪ নভেম্বর পূর্ব ইউরোপ ও সিআইএস এবং আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫