মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ জানুয়ারী ২০২৪, ০৮:৫০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে বঙ্গভবনে নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সদস্যরা।

বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ উপলক্ষ্যে প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

এর আগে, নতুন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

৩৬ জনের তালিকা সম্বলিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) নিম্নলিখিত ব্যক্তিবর্গকে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা:

১. আ ক ম মোজাম্মেল হক

২. ওবায়দুল কাদের

৩. আবুল হাসান মাহমুদ আলী

৪. আনিসুল হক

৫. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

৬. আসাদুজ্জামান খান

৭. মো. তাজুল ইসলাম

৮. মুহাম্মদ ফারুক খান

৯. মোহাম্মদ হাছান মাহমুদ

১০. ডা. দীপু মনি

১১. সাধন চন্দ্র মজুমদার

১২. আব্দুস সালাম

১৩. ফরিদুল হক খান

১৪. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

১৫. নারায়ণ চন্দ্র চন্দ

১৬. জাহাঙ্গীর কবির নানক

১৭. মো. আব্দুর রহমান

১৮. আব্দুস শহীদ

১৯. স্থপতি ইয়াফেস ওসমান

২০. ডা. সামন্ত লাল সেন

২১. জিল্লুল হাকিম

২২. ফরহাদ হোসেন

২৩. নাজমুল হাসান

২৪. সাবের হোসেন চৌধুরী

২৫. মহিবুল হাসান চৌধুরী

উল্লেখ্য, বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নিয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বুধবার সন্ধ্যার পর বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দেন রাষ্ট্রপতি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫