মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


এক ঘণ্টা লাঠিচার্জেও দমানো যায়নি, এবার কাঁদানে গ্যাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

এক ঘণ্টারও বেশি সময় ধরে লাঠিচার্জ, জলকামান এবং বলপ্রয়োগ করেও শাহবাগে আন্দোলনকারীদের দমাতে পারেনি পুলিশ। সবশেষ বাধ্য হয়ে এবার কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে পরপর বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে।

এ সময় আন্দোলনকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘পুলিশের হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, যাবে না’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কাঁদানে গ্যাসের ধোঁয়া উপেক্ষা করেই আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছেন। পরে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

এর আগে দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫