বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২


শিশু ধর্ষণে অভিযুক্তরা ছাড় পাবে না : সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৮ মার্চ ২০২৫, ০২:৪৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।

শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্যাতিত শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়েশিশুটি রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে বোনের বাড়ি মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তাকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে।

ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ (৫০), স্বামী সজীব শেখের (১৮) পর এবার ভাশুর রাতুল শেখকে (২২) আটক করেছে পুলিশ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

বুধবার ৬ আগস্ট ২০২৫