রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


নোটিশ ছাড়াই ৪ ঘণ্টা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ মে ২০২৫, ১৪:২৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে কর্মচারীদের বিক্ষোভের মুখে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। এক্ষেত্রে সংবাদকর্মীদের ব্যাপারে আগাম কোনো নির্দেশনা ছিল না।

তবুও মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করতে পারেননি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা। দুপুর ১টার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন এ বিটে কর্মরত সাংবাদিকরা। এ বিষয়ে একজন সাংবাদিক বলেন, আন্দোলন করে সরকারি কর্মচারী ও ফ্যাসিবাদ বিরো‌ধীরা। কিন্তু স‌চিবালয়ে সাংবা‌দিকদের প্রবেশ বন্ধ। এ কেমন বৈষম্য?

এদিকে, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বেলা সাড়ে ১১টার পর সচিবালয়ে বিক্ষোভ করেন তারা।

এর আগে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজও বিক্ষোভ মিছিল করার ঘোষণাও দিয়েছিলেন তারা। সে অনুযায়ী আজ বিক্ষোভ করেছেন তারা।

এদিকে, চলমান আন্দোলনের মধ্যেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।

সচিবালয়ে গিয়ে দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান কর্মসূচি পালন করছে তারা।

এর আগে গতকাল সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচি থেকে সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবি জানান তারা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫