বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২


চট্টগ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত:২৬ আগষ্ট ২০২৫, ১৫:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকায় বসতঘরে লাগা আগুনে গীতা রানি ঘোষ (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে, ছেলের স্ত্রী ও নাতি দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে মোল্লারবাড়ী মৌলভীবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধ তিনজন হলেন- গীতার ছেলে বিপ্লব ঘোষ, ছেলের স্ত্রী কণা ঘোষ ও তার নাতি শশী ঘোষ। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বলেন, গতকাল দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি সেমিপাকা টিনশেড ঘরে পাঁচটি কক্ষ ছিল।

তিনি আরো বলেন, ‘আগুনে ঘরের ভেতর থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৪ দুপুর
আছর ০৪:১৯ বিকেল
মাগরিব ০৬.০৫ সন্ধ্যা
এশা ০৭:১৮ রাত

বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫