বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২


প্রাণিসম্পদ উপদেষ্টা

দারিদ্র্য মোকাবিলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০২

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দারিদ্র্য মোকাবিলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চায়না-ঢাকা ডে উদযাপন অনুষ্ঠা‌নে এ মন্তব‌্য ক‌রেন উপ‌দেষ্টা।

ফরিদা আখতার বলেন, চীন দিনে দিনে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে দারিদ্র্য মোকাবিলায় তারা খুব সফল হয়েছে। দেশটির লাখ লাখ লোক দারিদ্র্যতা থেকে বেরিয়ে আসছে। দারিদ্র্য মোকাবিলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত।

উপ‌দেষ্টা ব‌লেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফর করেছেন। সে সময় দেশটির সঙ্গে ৮টি চুক্তি ও সমঝোতা হয়েছে। আমরা প্রত্যাশা করি, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে।

আগামীতে বাংলা‌দেশ ও চী‌নের ম‌ধ্যে সম্পর্ক আরও নতুন উচ্চতায় যা‌বে ব‌লে মন্তব‌্য ক‌রেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ইয়াও ওয়েন ব‌লেন, বাংলাদেশ ও চী‌নের সম্পর্ক এ বছর ৫০ বছর পূর্তি হয়েছে। আমাদের দুই দেশের সম্পর্ক দিনে দিনে আরও গভীর হচ্ছে। দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ছে। আমরা আগামীতে শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল হান্নান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

বৃহঃস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫