বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২


সন্ধ্যা রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২ অক্টোবর ২০২৫, ১৭:১১

ফাইল ছবি

ফাইল ছবি

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি সাধারণ ঘূর্ণিঝড় (JTWC/১মিনিট স্থিতি) অবস্থান করছে। তবে ৩ মিনিটের স্থিতিতে এটি এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। বর্তমানে এটি অতি গভীর নিম্নচাপ হিসেবে রয়েছে, যা প্রায় ‘সাধারণ ঘূর্ণিঝড়’ মাত্রার কাছাকাছি অবস্থা।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, এই সিস্টেমটি আরও উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূলের কাছাকাছি চলে আসায় এটির আর শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা নেই। বরং এখন থেকে এটি ক্রমান্বয়ে দুর্বল হতে শুরু করবে।

বাংলাদেশে সম্ভাব্য প্রভাবের বিষয়ে সংস্থাটি জানায়, সিস্টেমটি দক্ষিণ উড়িশা উপকূলে আঘাত হানলেও এর সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে এর প্রভাবে আজ ও আগামীকাল (৩ অক্টোবর) বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে প্রায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৃষ্টিপাতের বিষয়ে বিডব্লিউওটি জানায়, বর্তমানে দেশের ওপর বৃষ্টিবলয় চালমান আছে। এর প্রভাবে দেশের অনেক এলাকায় ইতোমধ্যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাত আগামী ৫ বা ৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ স্থানে অব্যাহত থাকতে পারে। বিশেষ করে এই সময়ের শেষ দিকে রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

বৃহঃস্পতিবার ২ অক্টোবর ২০২৫