রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ দুপুর ২টায়। এ উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা আসছেন।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে বাস-ট্রাকে নেতাকর্মীরা সমাবেশ যোগ দিতে আসছেন। তবে বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজার থেকে বিজয় সরণী পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। এতে নিজেদের গাড়ি থেকে নেমে সমাবেশ দিকে হেঁটে যেতে দেখা গেছে জামায়াতের হাজার হাজার নেতাকর্মীদের।
সরেজমিনে দেখা যায়, বিজয় সরণী সিগনালের আগ থেকে তীব্র যানজট। আর রাস্তার দুপাশ ধরে দলীয় টি-শার্ট গায়ে দিয়ে সমাবেশের দিকে হেঁটে যাচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন ছোট ছোট দল দলীয় স্লোগানও দিচ্ছেন।
‘আমিরে জামায়েতের সালাম নিন, জাতীয় সমাবেশ যোগ দিন’, ‘নারে তাকবীরে, আল্লাহ আকবার’, ‘আজকের সমাবেশ, যোগ দিন সফল করুন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ঢাকার পাশের এলাকা ধামরাই থেকে আসা একজন জামায়াতের কর্মী জানান, তাদের রিজার্ভ করা বাস ছিল। কিন্তু যানজটের কারণে দেরি হওয়ায় হেঁটেই সমাবেশের দিকে যাচ্ছেন তারা। একই কথা বলেছেন গাজিপুর থেকে আসা আরও একজন কর্মী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে আজ জাতীয় সমাবেশ করবে জামায়াত। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সমাবেশে দলটির জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)