শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনদিন পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। তাই ব্যবসায়বান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন।
বৃহস্পতিবার রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুজ্জামান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, রংপুর বিভাগের ৭ জেলার চেম্বারের সভাপতি আবু বক্কর সিদ্দিক (দিনাজপুর), সোহেল হাসনাইন কায়কোবাদ (কুড়িগ্রাম), শেখ আব্দুল হামিদ বাবু (লালমনিরহাট), মঈনুল হাসান (গাইবান্ধা), ফরহাদুল হক (নীলফামারী), নুরুজ্জামান যাদু (পঞ্চগড়) ও এসএম সামসুজ্জামান দুলাল (ঠাকুড়গাঁও) প্রমুখ।
আমির খসরু বলেন, আগামী দিনে কোনো বিশেষ গোষ্ঠীর দ্বারা অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে দেশ পরিচালনা করা যাবে না। অর্থনীতি আর রাজনীতি হাতে হাত মিলিয়ে চলতে হবে। প্রত্যেক নাগরিকের সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ দেবে বিএনপি।
তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল মুক্তবাজার অর্থনীতি। বিশেষ সুবিধা দিয়ে কোনো অর্থনৈতিক উন্নয়ন হয় না। তাই আমরা ক্ষমতায় গেলে সেই অর্থনৈতিক ব্যবস্থা চালু করব।
উত্তরাঞ্চলে প্রযুক্তিগত উন্নয়ন খাত তৈরি করে লাখো তরুণের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথা জানান আমির খসরু। তিনি বলেন, রংপুর বাংলাদেশের শস্যভান্ডারে পরিণত হয়েছে। কিন্তু রংপুরের মানুষের সুযোগ সৃষ্টি হয়নি। এজন্য রংপুরের মানুষকে শ্রম বিক্রি করতে বাইরের জেলাগুলোয় যেতে হয়। রংপুর বিভাগে যেসব সমস্যা রয়েছে, আমরা সেগুলো ধারণায় নিতে চাই।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)