রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২


মুগ্ধর ভাই স্নিগ্ধ

নুরের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩০ আগষ্ট ২০২৫, ১৯:২৭

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে আহত নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্নিগ্ধ বলেন, আজ ভিপি নুরের ওপর হামলা হয়েছে, আগামীকাল আমাদের বা আপনাদের ওপর হামলা হবে না—এর কোনো নিশ্চয়তা নেই।

স্নিগ্ধের দাবি, নুর শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, আর সেই কারণেই তিনি হামলার শিকার হয়েছেন। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে— হামলাকারীরা নুরকে সিঁড়িতে ফেলে নির্মমভাবে মারধর করেছে। তিনি বলেন, এটি ছিল ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।

স্নিগ্ধ অভিযোগ করেন, এ ধরনের ঘটনায় প্রমাণ হয়েছে যে, আইন-শৃঙ্খলা বাহিনী এখনও ফ্যাসিস্ট শক্তির হয়ে কাজ করছে। সরকারের দায়িত্ব হলো বাহিনীকে নিয়ন্ত্রণে আনা, কিন্তু বর্তমান সরকারের আমলে তা দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বেপরোয়া হামলার দায়ভার সরকারকেই নিতে হবে।

জাতীয় পার্টিকে ইঙ্গিত করে স্নিগ্ধ বলেন, ২০১৮ সালের নির্বাচনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় পার্টিকে যদি এখন নিষিদ্ধ না করা হয়, তাহলে আসন্ন নির্বাচনকে আমরা ফ্যাসিবাদবিরোধী নির্বাচন হিসেবে মেনে নেব না।

ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা সত্ত্বেও স্নিগ্ধ মনে করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব রাজনৈতিক শক্তিকেই ঐক্যবদ্ধ হতে হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২২ ভোর
যোহর ১২:০০ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬.২২ সন্ধ্যা
এশা ০৭:৩৭ রাত

রবিবার ৩১ আগস্ট ২০২৫