রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ফাইল ছবি
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে আমার রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধির সঙ্গে বিকেলে এই কার্যালয়ে একটি বৈঠক হবে। সে কারণে নেত্রীকে বলে আমি রংপুর যাইনি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)