বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
ছবি সংগৃহীত
জাফলং, বাংলাবাজার, বাউরবাগ, বালুর হাওর, নয়াগাঙ্গের পাড়সহ ইসিএ (ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া) ঘোষিত এলাকা থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন কোটি টাকার বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক আজমল হোসেন।
মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
আজমল হোসেন বলেন, নদী-পরিবেশ রক্ষার দাবিতে আমরা বহুদিন ধরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছি। কিন্তু দুঃখজনকভাবে আজ এই কর্মকাণ্ড আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন সরকারের পতনের পর স্থানীয় একটি চক্র অবৈধভাবে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করে প্রতিদিন কোটি টাকার সম্পদ লুটে নিচ্ছে। এই অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নামায় আমার এবং অন্যান্য পরিবেশ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, লাঠিচার্জ, এমনকি নির্যাতন চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে যেসব দাবি তুলে ধরা হয় সেগুলো হলো-
১. অবিলম্বে গোয়াইনঘাট উপজেলার ইউএনও ও অফিসার ইনচার্জকে অপসারণ ও তদন্তের আওতায় আনা।
২. লেঙ্গুড়া বালু মহালের ইজারা বাতিল করা।
৩. নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার।
৪. ইসিএ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দোষীদের আইনের আওতায় আনা।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)